২ যুবককে গাছে বেঁধে নির্যাতন-সিগারেটের ছ্যাঁকা, ভিডিও ভাইরাল

সংগৃহীত ছবি

২ যুবককে গাছে বেঁধে নির্যাতন-সিগারেটের ছ্যাঁকা, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে দুই যুবককে চুরির দায়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নির্যাতনের শিকার দুই যুবক একই গ্রামের আ. রশিদ শেখের ছেলে ফরিদ শেখ ও আ. রউফ শেখের ছেলে তরিকুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে ইউপি সদস্য কালামসহ ৩-৪ জন ঐ দুই যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গ্রামের নান্নু শেখের দোকানের সামনে গাছের সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতন চালান এবং তাদের শরীরে সিগারেট দিয়ে ছ্যাঁকা দেন।

নির্যাতনের শিকার ফরিদ শেখ ও তরিকুল ইসলাম বলেন,  ছাগল চুরির মিথ্যা অভিযোগের কালাম মেম্বার আমাদের বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর নান্নুর দোকানের পাশে গাছের সঙ্গে বেঁধে নির্মম নির্যাতন করেন। ঐ সময় মাটিয়াডাংগা গ্রামের আজমল মুন্সী, কোরবান, বেলায়েত শেখ, নান্নু শেখসহ ৬-৭ জন আমাদের শরীরের বিভিন্ন স্থানে সিগারেট দিয়ে ছ্যাঁকা দেন।

অভিযুক্ত ইউপি সদস্য কামাল বলেন, ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম।

তাদের গাঁজা খেতে নিষেধ করে ছেড়ে দেই।

লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন বলেন, বিষয়টি শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

news24bd.tv/আলী