রাজধানীতে দু’টি শিশু পাওয়া গেছে

রাজধানীতে দু’টি শিশু পাওয়া গেছে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাজধানীতে দু’টি শিশু পাওয়া গেছে। যাদের পরিচয় বা আত্মীয়-স্বজনকে খুঁজছে পুলিশ। শিশু দু’টির একজনের নাম আন্না (৯) এবং অন্যজন বাক প্রতিবন্ধী(৫) নাম-ঠিকানা কিছুই বলতে পারেনা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভিকটিম সাপোর্ট সেন্টার সূত্রে জানানো হয়,  আন্নার বয়স ৯ বছর।

পিতার নাম নাহিদ হোসেন ও মা আসমা বেগম। ঠিকানা বলতে পারে না। তাকে গত ১০ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে কান্নাকাটি অবস্থায় ঘোরাঘোরি করতে দেখতে পায় শিক্ষার্থীরা। তারা আন্নাকে শাহবাগ থানায় হস্তান্তর করে।
বর্তমানে সে ভিকটিম সার্পোট সেন্টারে রাখা হয়েছে।

ডিএমপি সূত্র আরও জানায়, আন্নার গায়ের রঙ কালো, উচ্চতা ৪ ফুট ৬ ইঞ্চি, পরনে কালো হাফ হাতা গেঞ্জি ও হাফ প্যান্ট ছিল।

অপরদিকে, গত ১০ জুলাই বিকেলে শাহবাগ থানাধীন বিজয়নগর হোটেল ফারসের সামনে অনুমান ৬/৭ বছরের ছেলেটি কান্নাকাটি করতে দেখেন হোটেলের সিকিউরিটি গার্ড। তিনি ছেলেটি শাহবাগ থানায় হস্তান্তর করেন। ছেলেটি বাক প্রতিবন্ধী হওয়ায় নাম-ঠিকানা বলতে পারছে না। তাকেও ভিকটিম সার্পোট সেন্টারে রয়েছে।

ছেলেটির গায়ের রঙ শ্যামলা, উচ্চতা ৩ ফুট ৮ ইঞ্চি ,পরনে লাল রঙের হাফ হাতা শার্ট ও হাফ প্যান্ট ছিল।

যদি কোনো সহৃদয়বান ব্যক্তি (ছবিতে প্রদর্শিত শিশু দু’টিকে চিনে বা জেনে থাকেন, তাহলে তেজগাঁওস্থ ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।  

সেখানকার ডিউটি অফিসারের মোবাইল নং ০১৭৪৫ ৭৭ ৪৪ ৮৭ এবং টেলিফোন নম্বর +৮৮০২ ৯১১ ০৮৫।


সূত্র: ডিএমপি নিউজ

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর