ভয়েজ অব আমেরিকার সাবেক সাংবাদিক আমির খসরুর মায়ের নামাজের জানাজা সোমবার রাত ৯ টায় পিরোজপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে নিহত হলেও খসরুর জন্য সোমবার রাত পর্যন্ত অপেক্ষা করা হয়। তিনি ঢাকা থেকে পিরোজপুরে আসার পর নামাজের জানাজা শেষে শহরের পৌর কবস্থানে খসরুর বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।
নিহত সেতারা হালিমকে শহরের সিআই পাড়াস্থ নিজ বাসায় কে বা কারা শ্বাসরোধ করে হত্যা করে।
এদিকে পুলিশ বলছে এ ঘটনায় যেই জড়িত থাকুক দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটন করা হবে।
news24bd.tv/রিমু