শেরপুরে বিলে ডুবে ৩ শিশুর মৃত্যু

পুরোনো ছবি

শেরপুরে বিলে ডুবে ৩ শিশুর মৃত্যু

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বিলে গোসল করতে নেমে ৩ শিশু ডুবে মারা গেছে। কাল সন্ধ্যায় কাউনের চর গ্রামে কাউনের বিলে এ দুর্ঘটনা ঘটে।  

মৃত ৩ শিশু হলো- কাউনের চর গ্রামের সোহরাব আলীর ছেলে জোনায়েদ (৪), ফকির আলীর ছেলে নূরে আলম (৫) এবং সুকুর আলীর ছেলে নূর মোহাম্মদ (৬)।  

এদের মধ্যে একজনের লাশ দুর্ঘটনার পরপরই উদ্ধার করা হয়।

বাকি দুই লাশ উদ্ধার হয় রাত ১০টার দিকে।  

শেরপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সুবলচন্দ্র দেবনাথ জানান, ময়মনসিংহ থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিরা রাত ১০টার দিকে জোনায়েদ ও নূর মোহাম্মদের লাশ উদ্ধার করেছে।  

এ ব্যাপারে শ্রীবরদী থানার ওসি রেজাউল হক জানান, ৩ শিশু বাড়ির পাশের কাউনের বিলের পানিতে গোসল করতে নামে। এক পর্যায়ে ৩জনই পানিতে তলিয়ে যায়।

কিছুক্ষণ পর স্থানীয়রা বিলে নেমে নূরে আলমের মরদেহ উদ্ধার করে।

ওসি বলেন, শেরপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা করেও নিখোঁজ ২ শিশুকে উদ্ধার করতে না পরায় ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে তলব করা হয়। তারা এসে রাত ১০টায় অপর ২জনের লাশ উদ্ধার করে।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর