৫০ কেজি গরুর মাংস ফেলা হলো নদীতে

৫০ কেজি গরুর মাংস ফেলা হলো নদীতে

অনলাইন ডেস্ক

গরুর বাসী মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করে ৫০ কেজি গরুর মাংস ফেলা হলো নদীতে। এমন ঘটনা ঘটেছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে।

জানা গেছে, মঙ্গলবার (১৭ মে) রাত ৮টায় শায়েস্তাগঞ্জ পৌরএলাকার পুরানবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম।

এ সময় ফ্রিজে রেখে বাসী মাংস বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রায় ৫০ কেজি মাংস জব্দ করে নদীতে ফেলে দেওয়া হয়।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম জানান, ভোক্তা বিরোধী এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সার্বিক সহযোগিতা করে শায়েস্তাগঞ্জ থানা-পুলিশ।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক