যেভাবে গুহা থেকে মুক্ত হয় ওই কিশোররা

গুহার কিশোররা।

যেভাবে গুহা থেকে মুক্ত হয় ওই কিশোররা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

থাইল্যান্ডের ভৌতিক গুহা থেকে উদ্ধার হওয়া ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে অজ্ঞান করে গুহা থেকে বের করা হয়। গুহার প্রচণ্ড অন্ধকার ও সরু পথ দেখে তারা ভয় পেতে পারে এ আশঙ্কা থেকে এ কাজ করা হয়।

গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: থাই গুহাবাস নিয়ে হলিউড চলচ্চিত্র!

উদ্ধারে অংশগ্রহণকারী ডুবুরিরা বলেছেন, পানির নীচের প্রচণ্ড অন্ধকার ও সরু পথ দিয়ে বের করে আনার সময় কিশোররা যাতে ভয় না পায় সেজন্য প্রতিটি অভিযানের শুরুতে শিশুদেরকে গভীরভাবে অজ্ঞান করে নেওয়া হয়েছে।

এটা আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: গুহার সেই কিশোরদের ভিডিও প্রকাশ

থাই নৌবাহিনীর সাবেক কর্মকর্তা চাইয়ানান্ত পিরানাংরং বলেছেন, অজ্ঞান করার পর কিশোরদের কেউ কেউ পুরোপুরি ঘুমিয়ে পড়েছিল এবং কেউ কেউ তাদের আঙ্গুল নাড়াচ্ছিল। কিন্তু তাদের শ্বাস-প্রশ্বাস ঠিকমতো চলছিল।

মঙ্গলবার থাইল্যান্ডের পাহাড়ের গুহায় আটকে পড়া কিশোর ফুটবলারদের শেষ দলকে নিরাপদে বের করে আনা হয়।

রোববার থেকে শুরু হওয়া তিনদিনের রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানে সবার শেষে বের করে আনা হয় ২৫ বছর বয়সী কোচকে। তারা সেখনে ২৩ জুলাইয়ে আটকা পড়ে।

আরও পড়ুন: গুহায় ১৭ দিন যা খেয়েছে কিশোররা

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ

সম্পর্কিত খবর