‘ডিএনসিসির ড্রেনে দূষিত পানি ছেড়ে দিলে শাস্তি’

‘ডিএনসিসির ড্রেনে দূষিত পানি ছেড়ে দিলে শাস্তি’

তালুকদার বিপ্লব

ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নুর তাপস বলেছেন, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তরল বর্জ্য শোধনাগার স্থাপন করেনি রাজধানীর শ্যামপুর-কদমতলির অধিকাংশ কল কারখানার মালিক। তিনি বলেন, এসব এলাকায় জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসির নির্মাণ করা ড্রেনে দূষিত পানি ছেড়ে দিলে অভিযুক্ত শিল্প কারখানা বন্ধ করতে বাধ্য হবেন।

বুধবার রাজধানী শ্যামপুর শিল্প এলাকার জলাবদ্ধতা নিরসনে নেওয়া ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের প্রকল্প কাজ পরিদর্শনে এসে মেয়র এসব কথা বলেন।

এ সময় জলাবদ্ধতা নিরসনের কর্মযজ্ঞ হাতে নেওয়ার ফলে আর সুফল শ্যাশপুরবাসী পাবেন বলে আশ্বস্ত করেন তিনি।

পাশাপাশি তিনি দাবি করেন ঢাকাকে জলাবদ্ধতার কবল থেকে মুক্ত করতে দক্ষিণ সিটি করপোরেশনের নানা উদ্যেগের সুফল ঢাকাবাসী পেতে শুরু করেছে।

news24bd.tv তৌহিদ