বিশ্বজুড়ে বাড়ছে ডলারের দর

প্রতীকী ছবি

বিশ্বজুড়ে বাড়ছে ডলারের দর

আসমা তুলি

সব কিছুর সাথে বিশ্বজুড়ে বাড়ছে ডলারের দর। ডলারের আস্ফালনের প্রভাবে বিপাকে পড়েছে ছোট অর্থনীতির দেশগুলোও। এ তালিকায় আছে বাংলাদেশও। তবে যুদ্ধ শুরুর পর পশ্চিমাদের নিষেধাজ্ঞায় রাশিয়ার মুদ্রা রুবলের ব্যাপক দরপতন হলেও পরিস্থিতি অনেকটা সামলে নিয়েছে পুতিন প্রশাসন।

বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্রের মুদ্রা- ডলার যুগ যুগ ধরে বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে। বাণিজ্যের স্বার্থে চীন, ভারত, বাংলাদেশসহ প্রায় সব দেশ বিভিন্ন সময়ে ডলারের বিপরীতে নিজেদের মুদ্রার মান কমিয়েছে। এতে আরও শক্তিশালী হয়েছে ডলার।

ডলারের দর বেড়ে গেলে আমদানি ব্যয় বাড়ে।

তাই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ডামাডালে ডলারের বিপরীতে অনেক দেশের মুদ্রার মান আরেক দফা কমেছে।  রপ্তানির তুলনায় আমদানি বেশি দেশগুলোর এই পরিস্থিতিতে পড়েছে।  

ভারতে প্রতি ডলারের জন্য এখন গুনতে হচ্ছে ৭৮ টাকা। আর বাংলাদেশে খোলা বাজারে ডলারের দাম প্রায় শতকের ঘরে।  বিপাকে পাকিস্তান, নেপাল ভিয়েতনামসহ ছোট অর্থনীতির আরও অনেক দেশ। প্রভাব পড়ছে বেশ কিছু সূচকে।

তবে পশ্চিমাদের নিষেধাজ্ঞা সত্বেও সামষ্টিক অর্থনীতি ব্যবস্থাপনায়ও কৃতিত্বের পরিচয় দিয়েছে রাশিয়া। দেশটির কেন্দ্রীয় ব্যাংক পুঁজিপ্রবাহ নিয়ন্ত্রণ ও সুদহার বাড়িয়ে রুবলের পতন ঠেকিয়েছে। এতে ইউক্রেন যুদ্ধ শুরুর আগের সময়ের মান ফিরে পেয়েছে রুবল।  

সম্প্রতি এমন তথ্য দিয়েছে দ্য ইকোনমিস্ট। এর নেপথ্যে গোপন তেল–বাণিজ্য বিশেষ তড়িকা হিসেবে কাজ করেছে বলে জানিয়েছে তারা। তবে গেল এপ্রিলে বার্ষিক হিসাবে রাশিয়ার ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতির হার ১৭ দশমিক ৮৩ শতাংশ।  যা ২০০২ সালের জানুয়ারির পর সর্বোচ্চ।

news24bd.tv/কামরুল