ভিসতায় যোগ দিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

সংগৃহীত ছবি

ভিসতায় যোগ দিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

অনলাইন ডেস্ক

নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান, ওয়ালটনের সাবেক নির্বাহী পরিচালক ইলিয়াস কাঞ্চন এবার যোগ দিলেন ভিসতা ইলেকট্রনিক্সে। তিনি উদ্যোক্তা পরিচালক হিসেবে প্রতিষ্ঠানটিতে কাজ করবেন। এ উপলক্ষে মঙ্গলবার (১৭ মে) বিকেলে গুলশানে ঢাকা ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘গ্র্যান্ড রিসিপশন টু ইলিয়াস কাঞ্চন’ শীর্ষক অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভিসতা ইলেকট্রনিক্স এর চেয়ারম্যান সামছুল আলম, ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ, পরিচালক প্রকৌশলী মো. মইনুল হক, উদয় হাকিম, এইচভ্যাক এর পরিচালক প্রকৌশলী মো. শহীদ উল্লাহ, ভিসতার হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং তানভীর জিহাদসহ অন্যরা।

ভিসতায় যোগ দেওয়ার মাধ্যমে উদ্যোক্তা হিসেবে নিজের নাম লেখালেন ইলিয়াস কাঞ্চন। এর আগে তিনি ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং নির্বাহী পরিচালক হিসেবে কাজ করেছেন।

অনুষ্ঠানে ভিসতা ইলেকট্রনিক্স এর চেয়ারম্যান সামছুল আলম বলেন, ইলিয়াস কাঞ্চনের অন্তর্ভুক্তিতে ভিসতা টিম আরও শক্তিশালী হলো। ভিসতা পণ্যের প্রসারে ইলিয়াস কাঞ্চন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।

তিনি বলেন, বাংলাদেশের ইলেকট্রনিক্স শিল্পে ব্যাপক সম্ভাবনা রয়েছে। দ্রুত পরিবর্তনশীল এ সেক্টরের ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রস্তুত।

ভিসতার ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ বলেন, ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক্স সেক্টরে আমাদের সঙ্গে একযোগে কাজ করেছেন। এ সেক্টরের বিকাশে তিনি শক্তিশালী ভূমিকা রেখেছেন। দেশি ইলেকট্রনিক্স পণ্যের প্রসারেও তার অবদান রয়েছে। এবার একসঙ্গে কাজ করে ভিসতাকে আমরা দেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড হিসেবে দেখতে চাই। বিশেষ করে পণ্যের কোয়ালিটিতে ভিসতা কোনো ছাড় দেবে না। পণ্যের মান দিয়ে আমরা ক্রেতাদের মন জয় করতে চাই।

ভিসতার পরিচালক উদয় হাকিম বলেন, সারাবিশ্বে ইলেকট্রনিক্স শিল্প একটি দ্রুত বর্ধনশীল এবং পরিবর্তনশীল খাত। ভিসতা মেধা ও পেশাদারিত্ব দিয়ে ওই চ্যালেঞ্জের ফসল নিজেদের ঘরে তুলতে চায়। ভিসতার মূল শক্তি এর অভিজ্ঞ ম্যানেজমেন্ট টিম। ইলিয়াস কাঞ্চন দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড জনপ্রিয় করার কাজ করেছেন। তিনি যোগ দেওয়ায় ভিসতার শক্তি অনেকগুণ বাড়ল।

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ভিসতার লক্ষ্য উচ্চমানের পণ্যসেবা দেওয়া। সব শ্রেণির গ্রাহকের কাছে ভিসতা তার সেরা ইমেজ তুলে ধরতে চায়। তার বিশ্বাস- পণ্যের মান যদি সেরা হয় গ্রাহক ভিসতাকেই বেছে নেবে। ভিসতাকে শীর্ষে নিয়ে যাওয়া আমার জন্য একটি চ্যালেঞ্জ।

উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারিতে ভিসতার যাত্রা শুরু। ভিসতা শব্দের অর্থ দূরদর্শী। এর ভাবার্থ সাফল্যের সিঁড়ি। গাজীপুরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে ভিসতা ইলেকট্রনিক্স পণ্যের কারখানা স্থাপন করেছে। সেখানে অ্যান্ড্রয়েড এবং বিভিন্ন ধরনের টিভি উৎপাদন চলছে।  

news24bd.tv/আলী