নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলার দুই হাওরে বজ্রপাতে এক কিশোরসহ দুজন নিহত হয়েছে।
বুধবার বিকালে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও হাওরে ধান কেটে বাড়ি ফেরার সময় বজ্রপাতে কৃষক জাকারুল মিয়া (৩০) ও চাকুয়া ইউনিয়নের রানীচাপুর গ্রামে মামুন মিয়া (১৩) নামে এক কিশোর নিহত হয়।
খালিয়াজুরী থানার ওসি মজিবুর রহমান নিউজ টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করে বলেন, কৃষক জাকারুল আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিউনের ইকরাহাটি গ্রামের আক্ষেপ মিয়ার ছেলে। তিনি খালিয়াজুরী উপজেলার সাতগাঁও শ্বশুরবাড়িতে ধান কাটতে আসেন।
এ সময় একটি গরুরও মৃত্যু হয়। এছাড়াও একই উপজেলার রানীচাপুর গ্রামের মাসুদ মিয়ার ছেলে মামুন বাড়ির কাছেই বজ্রাঘাতে আহত হয়। পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাতেই তার মৃত্যু হয়।
বুধবার রাত আটটার দিকে এ তথ্য নিশ্চিত করে ওসি জানান স্বজনরা লাশ নিয়ে যাচ্ছে।
news24bd.tv/কামরুল