'মিলাররা পণ্য ডেলিভারি না দেয়ায় বাজারে সংকট তৈরি'

প্রতীকী ছবি

'মিলাররা পণ্য ডেলিভারি না দেয়ায় বাজারে সংকট তৈরি'

আরেফিন শাকিল

নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুদ, আমদানি ও মূল্য পরিস্থিতি বিষয়ে কারওয়ান বাজার ইসলামিয়া শান্তি সমিতির নেতাদের সাথে মতবিনিময় করেছেন এফবিসিসিআইয়ের প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় কারওয়ান বাজার কিচেন মার্কেট মালিক সমিতির সভাপতি বাবুল মিয়া বলেন, মিলাররা পণ্য ডেলিভারি না দেয়ায় বাজারে সংকট তৈরি হয়। কোন পাইকার পণ্য মজুদ করে না।

আইনের বাইরে গিয়ে ভ্রামম্যাণ আদালত জরিমানা করে। জরিমানা করার একটা সিস্টেম থাকা উচিত। জরিমানা নিয়ে ব্যবসায়ীরা আতঙ্কে থাকে।

এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, সরকারের সাথে ব্যবসায়ীদের কোনো দূরত্ব নেই।

প্রতি পনেরো দিন পরপর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সমন্বয় করতে বাণিজ্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে এফবিসিসিআই।

ভোক্তা অধিকার কাযক্রম নিয়ে ক্ষুদ্ধ ব্যবসায়ীরা। তারা আইন সম্পর্কে অবগত নয় বলেও জানান তিনি।

news24bd.tv/রিমু