ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতিবিলা নামক স্থানে শ্যালো ইঞ্চিন চালিত আলমসাধুর সঙ্গে সংঘর্ষে ইমন হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন উপজেলার বড় ঘিঘাটি গ্রামের মুলাম হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮ টার দিকে ইমন কালীগঞ্জ শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, ইমনকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির করার পর তার অবস্থার অবনতি হয়। সেখান থেকে পরবর্তীতে যশোর নেওয়ার পথে তার মৃত্যু হয়।
news24bd.tv/রিমু