চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মো. জাহির (৩১) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।  

দণ্ডিত জাহির হচ্ছে- সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গড়াইপাড়া গ্রামের মৃত আশরাফুলের ছেলে।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা জানান, ২০১৮ সালের ২২ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের খড়িবোনা রোডপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি ১২৫ গ্রাম হেরোইনসহ জাহিরকে আটক করে র‌্যাব।

এ ঘটনায় র‌্যাব-৫ এর সাব ইন্সপেক্টর এস এম ফিরোজ আহমেদ বাদি হয়ে জাহিরকে আসামি করে সদর মডেল থানায়  মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।  

পরে মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মো. ওসমান গনি একই বছরের ২০ অক্টোবর একমাত্র জহিরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এদিকে সাক্ষ্য প্রমাণাদী শেষে বৃস্পতিবার দুপুরে আদালতের বিচারক দোষী সাব্যস্ত করে উপরোক্ত রায়ে দণ্ড প্রদান করেন।  

news24bd.tv/কামরুল