জাপানে বন্যায় নিহত বেড়ে ২০০

জাপানে বন্যায় নিহত বেড়ে ২০০

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জাপানে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২০০ হয়েছে বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।  

তবে দেশটির গণমাধ্যম জাপান টুডে বলছে, নিহতের সংখ্যা বেড়ে ১৯৯ জন হয়েছে। সেই সঙ্গে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে উল্লেখ করেছে গণমাধ্যমটি।  

গেল সপ্তাহের রেকর্ড বৃষ্টিতে দেশটির পশ্চিমাঞ্চলে ব্যাপক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে।

এ ঘটনায় হাজার হাজার লোক বাড়ি-ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে উঠেছে।

news24bd.tv

জাতীয় পুলিশ সংস্থার বরাত দিয়ে জাপান টুডের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার আরো বেশ কিছু মরদেহ উদ্ধার হওয়ায় নিহতের সংখ্যা ১৯৯ জনে পৌঁছেছে। সেই সঙ্গে নিহতের সংখ্যা আরো বাড়বে বলেও জানিয়েছে সংস্থাটি। কারণ এখনও ৬০ জন নিখোঁজ রয়েছে।

খবরে বলা হয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হিরোশিমা, ওকাইয়ামা ও ইহিমি জেলাসহ দুর্গত এলাকায় ৭০ হাজারের বেশি উদ্ধারকর্মী কাজ করছে।

ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি বলেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত ৬৭ হাজার লোক আশ্রয়কেন্দ্রে রয়েছে। যদিও রোববারের চেয়ে তা ৩০ হাজার কম।

এদিকে, পরিস্থিতি মোকাবিলায় দেশটির সরকার একটি টাস্কফোর্স গঠন করেছে। প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে জানিয়েছেন, শুক্রবার তিনি ইহিমি জেলার দুর্গত এলাকা পরিদর্শন করবেন। এর আগে বুধবার তিনি ওকাইয়ামা জেলা ঘুরে দেখেন।

 

সূত্র: চ্যানেল নিউজ এশিয়া, রয়টার্স

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর