চাঁদপুরে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুই পরীক্ষার্থী নিহত 

প্রতীকী ছবি

চাঁদপুরে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুই পরীক্ষার্থী নিহত 

অনলাইন ডেস্ক

চাঁদপুরে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষার দুই পরীক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকার মিয়ারবাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাজীগঞ্জ উপজেলার মাহবুবুল আলমের মেয়ে ফাতেমা আলম (২৪) ও একই উপজেলার হোসেন পাটওয়ারীর ছেলে আবদুল্লাহ (২৫)। তারা দু’জনই প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষার পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, হাজীগঞ্জ থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী সিএনজি এবং হাজীগঞ্জগামী পিকআপ ঘোষেরহাট এলাকায় আসার পর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফাতেমা মারা যান। ওই সিএনজিতে থাকা আরও ৩ জনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আবদুল্লাহ মারা যান।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, ফাতেমা ও আবদুল্লাহ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দেওয়ার জন্য হাজীগঞ্জ থেকে সিএনজি করে চাঁদপুর আল-আমিন স্কুল অ্যান্ড কলেজে আসছিলেন।

পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সিএনজি ও পিকআপচালক পলাতক রয়েছেন।

news24bd.tv/কামরুল