টিকটক করতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু 

সংগৃহীত ছবি

টিকটক করতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু 

আব্দুর রশিদ শাহ্ , নীলফামারী :

নীলফামারীর সৈয়দপুরে টিকটক করতে গিয়ে নদীর পানিতে ডুবে মোস্তাকিম ইসলাম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় সৈয়দপুর উপজেলার খরখড়িয়া নদীতে এ ঘটনা ঘটে।  

নিহত মোস্তাকিম ইসলাম সৈয়দপুর উপজেলার বোতলা গাড়ি ইউনিয়নের খদ্দ বোতলা গাড়ি এলাকার মন্টু মিয়ার ছেলে। সে উপজেলার ঢেলাপীরে একটি সাবান কোম্পানিতে কাজ করতো বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়েকজন বন্ধু মিলে টিকটক ভিডিও বানানোর জন্য খড়খড়িয়া নদীর ব্রীজ থেকে লাফ দেয় সে। লাফ দেওয়ার পর ডুবে যায়। স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করতে থাকে। পরে নদীতে স্রোত থাকায় প্রায় ২০০ গজ দূরে তাকে খুঁজে পায়।

সৈয়দপুর ফায়ার সার্ভিস আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্সের স্টেশন অফিসার খুরশিদ আলম বিষয়টি নিশ্চিত করে নিউজ টোয়েন্টিফোরকে বলেন, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয়রা তাকে উদ্ধার করে। আমরা দ্রুত কিশোরকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে দায়িত্বরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে নদীতে পানির পরিমান কম থাকায় লাফ দেওয়ার পর নিচে আঘাত পেয়ে আহত হওয়ার ফলে এই ঘটনা ঘটেছে।

news24bd.tv/কামরুল