যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জেলেনস্কির

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জেলেনস্কির

অনলাইন ডেস্ক

যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেনের সহায়তায় ৪ হাজার কোটি ডলারের প্যাকেজ অনুমোদন করায় যুক্তরাষ্ট্রের প্রতি ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর আল জাজিরা।  

বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, এটি শক্তিশালী নেতৃত্বের বহিঃপ্রকাশ। আমাদের স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান।

এক টুইট বার্তায় জেলেনস্কি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইন সভার উচ্চকক্ষ সিনেটে ইউক্রেনের জন্য ৪০ বিলিয়ন ডলার সহায়তার প্রস্তাব অনুমোদন হওয়ায় কৃতজ্ঞতা জানাই। ইউক্রেন, ইউরোপ ও বিশ্বের শান্তি-নিরাপত্তা পুনরুদ্ধারে এটি ভূমিকা রাখবে।

এর আগে মার্কিন কংগ্রেস গত মার্চে ইউক্রেনকে সহায়তার জন্য ১ হাজার ৩৬০ বিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দেয়। নতুন সহায়তা প্যাকেজ পাস হওয়ায় দুই দফায় ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সহায়তার পরিমাণ দাঁড়াল ৫ হাজার ৩৬০ বিলিয়ন ডলারে।

 

news24bd.tv/আলী