চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশের এক উপ-সহকারী পরিদর্শকসহ দুইজন নিহত হয়েছে। শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ইপিজেড থানার টিএসপি কমপ্লেক্সের সামনের সড়ক থেকে পুলিশের উপ-সহকারী পরিদর্শক বেণুরাম নাথ (৪০) এর মরদেহ উদ্ধার করা হয়। কাভার্ডভ্যান বা লরি চাপায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। বেণুরাম দামপাড়া পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।
স্থানীয় ব্যক্তিরা পুলিশকে জানায়, বেণুরাম গাড়িচাপায় মারা গেছেন। পুলিশ আশপাশের ক্লোজ সার্কিট ক্যামেরার ছবি পর্যালোচনা করে গাড়িটি শনাক্ত করার চেষ্টা করছে।
এদিকে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার বোর্ডবাজার এলাকায় বাসের ধাক্কায় জয়নাল আবেদীন (২৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহত জয়নালের বাড়ি হাটহাজারী উপজেলার পশ্চিম দেওয়াননগর এলাকায়।
news24bd.tv/আলী