ইসরাইলি হামলা প্রতিহত করল সিরিয়া

সিরিয়ায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা।

ইসরাইলি হামলা প্রতিহত করল সিরিয়া

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আবারো ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়ার সামরিক বাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর প্রচার করেছে।

খবরে জানানো হয়েছে, কুনেইত্রা প্রদেশে বুধবার রাতে ইসরাইল ওই হামলা চালিয়েছে। ইসরাইলি জঙ্গিবিমান থেকে গোলান মালভূমিতে সিরিয়ার সামরিক বাহিনীর কয়েকটি অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।

তবে এতে কোনো সেনা হতাহত হয়নি। শুধু সামরিক অবস্থানের কিছু ক্ষতি হয়েছে। সিরিয়ার সামরিক সূত্রও এ হামলার কথা জানিয়েছে।

এর আগে, গত রোববার ইসরাইল সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের টি-ফোর বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে সে হামলাও প্রতিহত করেছিল সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট।

ইসরাইল সম্প্রতি সিরিয়ার ওপর হামলা জোরদার করেছে। সিরিয়া এসব হামলার নিন্দা করেছে এবং বহুসংখ্যক হামলা প্রতিহত করেছে। ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে, সিরিয়ায় যেসব উগ্র সন্ত্রসী গোষ্ঠী দেশটিতে সহিংসতা ও বীভৎস্য হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরকে অস্ত্র, প্রশিক্ষণ ও চিকিৎসা সেবা দিয়ে সহায়তা করছে ইসরাইল।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর