আমাদের ১ টাকা, পাকিস্তানের ২ টাকা ১০ পয়সার সমান : আমু

আমাদের ১ টাকা, পাকিস্তানের ২ টাকা ১০ পয়সার সমান : আমু

অনলাইন ডেস্ক

এখনও অনেক দেশ আমাদেরকে গ্রহণ করতে পারেনি বলেই ঈর্ষান্বিত হয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র এবং ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।

শুক্রবার( ২০ মে) দুপুরে ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সালাহ্উদ্দিন আহম্মেদ সালেক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।  

আমু বলেন, যে পাকিস্তান আমাদেরকে এত ঠকালো আজকে উন্নয়নের ধারায় আমরা তাদের থেকে এগিয়ে।

আমাদের এক টাকা পাকিস্তানের দুই টাকা ১০ পয়সার সমান। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের উন্নয়ন ও অগ্রযাত্রা সহ্য না করতে পেরে অনেকেই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

news24bd.tv তৌহিদ  

এই রকম আরও টপিক