আজভস্টাল কারখানা রুশ বাহিনীর নিয়ন্ত্রণে

আজভস্টাল কারখানা রুশ বাহিনীর নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক

ইউক্রেনের মারিওপোলের আজভস্টাল কারখানা কমপ্লেক্স এলাকা মুক্ত করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, ইউক্রেনের মারিউপোলের অবরুদ্ধ আজভস্টাল স্টিল কারখানায় আটকে পড়া প্রায় দুই হাজার চার শ’ জন অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণকারীরা সেনা সদস্য এবং নব্য-নাৎসি ‘আজভ’ ইউনিটের সদস্য।

রাশিয়ান সামরিক মুখপাত্র মেজর-জেনারেল ইগর কোনাশেনকভ আরও জানান, শুক্রবার ৫৩১ জন আত্মসমর্পণ করেছে।


১৬ মে থেকে মোট দুই হাজার ৪৩৯ আজভ যোদ্ধা এবং ইউক্রেনীয় সেনা অস্ত্র জমা দিয়েছে। পুরো আজোভস্টাল কমপ্লেক্স এখন রাশিয়ান সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই কারখানা ও সংশ্লিষ্ট এলাকা এমনভাবে ঘেরাও করে রাখতে বলেছিলেন, যেন মাছিও ‘বের হতে না পারে’।

কোনাশেনকভ বলেছেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু শুক্রবার প্রেসিডেন্ট পুতিনকে অভিযান সফলভাবে সমাপ্তির কথা জানান।

ইউনিটের কমান্ডারের নিরাপত্তার জন্য একটি সাঁজোয়া গাড়িতে করে নিয়ে যাওয়ার কথাও তিনি বলেন।

news24bd.tv তৌহিদ