বিদ্রোহীদের মাত্র ১২ দিনের বিদ্যুৎগতির অগ্রাভিযানের মুখে বাশার আল আসাদের নিষ্ঠুর ও দানবীয় সামরিক বাহিনীর অবিশ্বাস্য পরাজয় বিস্মিত করেছে পশ্চিমা বিশ্বসহ আন্তর্জাতিক সব মহলকে। কিছু দিন আগেও বিশ্লেষকরা ধারণা করেছিলেন, সিরিয়ার গৃহযুদ্ধে বাশার আল আসাদের বিজয় হয়েছে, কারণ তিনি তাদের প্রায় দমন করতে সফল হয়েছেন। শত চেষ্টা করেও বাশারের পতন ঘটাতে ব্যর্থ হয়ে মনোবল হারিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন বলেও মনে করেছিলেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক। এমনকি বাশার আল আসাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ গ্রহণ করেছিল তার প্রতিবেশী দেশগুলোসহ অনেক পশ্চিমা দেশও। তবে তাদের সবাইকে অবাক ও অপ্রস্তুত করেছে বিদ্রোহীদের এই আকস্মিক বিজয় অভিযান। এদিকে সিরিয়ার বিদ্রোহীদের বিজয় এবং বাশার আল আসাদের পতনের পরবর্তী পরিস্থিতি নিয়ে নানা ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা এবং অনিশ্চয়তা...
সিরিয়ায় বাশারের পতনে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কেমন ?
অনলাইন ডেস্ক
সিরিয়ায় বাশারের পতনে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কেমন ?
অনলাইন ডেস্ক
বিদ্রোহীদের মাত্র ১২ দিনের বিদ্যুৎগতির অগ্রাভিযানের মুখে বাশার আল আসাদের নিষ্ঠুর ও দানবীয় সামরিক বাহিনীর অবিশ্বাস্য পরাজয় বিস্মিত করেছে পশ্চিমা বিশ্বসহ আন্তর্জাতিক সব মহলকে। কিছু দিন আগেও বিশ্লেষকরা ধারণা করেছিলেন, সিরিয়ার গৃহযুদ্ধে বাশার আল আসাদের বিজয় হয়েছে, কারণ তিনি তাদের প্রায় দমন করতে সফল হয়েছেন। শত চেষ্টা করেও বাশারের পতন ঘটাতে ব্যর্থ হয়ে মনোবল হারিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন বলেও মনে করেছিলেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক। এমনকি বাশার আল আসাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ গ্রহণ করেছিল তার প্রতিবেশী দেশগুলোসহ অনেক পশ্চিমা দেশও। তবে তাদের সবাইকে অবাক ও অপ্রস্তুত করেছে বিদ্রোহীদের এই আকস্মিক বিজয় অভিযান। এদিকে সিরিয়ার বিদ্রোহীদের বিজয় এবং বাশার আল আসাদের পতনের পরবর্তী পরিস্থিতি নিয়ে নানা ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা এবং অনিশ্চয়তা...
জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ বাতিল করবেন ট্রাম্প
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ বাতিল করবেন নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার (৯ ডিসেম্বর) মার্কিন গণমাধ্যম এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ওভাল অফিসের প্রথম দিনের কাজ ঠিক করে রেখেছেন তিনি। আর তা হলো যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারীদের সন্তানরা পাবে না মার্কিন নাগরিকত্ব। এসময় যুক্তরাষ্ট্র থেকে সব অবৈধ অভিবাসীকে বিতাড়িত করা হবে বলেও জানান। ট্রাম্প জোর দিয়ে বলেন, প্রেসিডেন্ট হিসেবে আগের মেয়াদেই বেআইনী অভিবাসীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে চেয়েছিলেন। তবে করোনাকালীন সময় ও পরিস্থিতি বিবেচনা করে সেটি করা সম্ভব হয়নি। এনবিসিকে ট্রাম্প আরও বলেন, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং শিগগিরই এ সমস্যার সমাধান জরুরি। মার্কিন ভূখণ্ডে কোন অবৈধ অভিবাসী থাকবে না। যারা বেআইনি...
সিরিয়া নিয়ে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের অনুরোধ রাশিয়ার
অনলাইন ডেস্ক
সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপস্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি জানিয়েছেন, বৈঠকটি আজ সোমবার অনুষ্ঠিত হতে পারে। দিমিত্রি পলিয়ানস্কি টেলিগ্রামে বলেন, সিরিয়ার সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের গভীরতা এবং মধ্যপ্রাচ্যে এর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করা জরুরি। বিশেষত, গোলান মালভূমিতে জাতিসংঘের নিরস্ত্রীকরণ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর কার্যক্রম নিয়ে আলোচনা অপরিহার্য বলে তিনি উল্লেখ করেছেন। উল্লেখ্য, বিদ্রোহী যোদ্ধাদের টানা ১২ দিনের অভিযানের ফলে গতকাল রোববার সিরিয়ায় বাশার আল-আসাদের সরকারের পতন ঘটে। এর মাধ্যমে দেশটিতে তাঁর দুই দশকের শাসনের অবসান হয়। বাশার আল-আসাদের আগে তাঁর বাবা হাফিজ আল-আসাদ ৩৩ বছর শাসন করেছিলেন। ফলে পিতাপুত্র...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর