অধিকাংশ মানুষই একে চেনেন ‘পেনিস ফ্লাই ট্র্যাপ’ নামে। যার বিজ্ঞানসম্মত নাম নেপেনথেস বোকোরেনসিস। অতিপরিচিত পতঙ্গভুক উদ্ভিদ কলসপত্রীর মতো এই উদ্ভিদটি পোকা-মাকড় খায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যে অঙ্গের মাধ্যমে উদ্ভিদটি খাদ্য সংগ্রহ করে, সেই অঙ্গটিকে দেখতে কিছুটা পুরুষদের যৌনাঙ্গের মতো।
কম্বোডিয়ার বোকোর পাহাড়ের একটি ভিডিও আচমকাই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকজন অত্যুৎসাহী নারী খুশি মনে ছিঁড়ছেন উদ্ভিদটি।
শেষ পর্যন্ত গোটা ঘটনায় কম্বোডিয়ার পরিবেশ মন্ত্রককে রীতিমতো বিবৃতি জারি করতে হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পরিবেশের এই সম্পদটিকে ভালোবাসার জন্য ধন্যবাদ। কিন্তু দয়া করে এগুলো ছিঁড়ে ফেলবেন না। যা আপনারা করছেন, তা মোটেই ঠিক কাজ নয়। ভবিষ্যতে এই ধরনের কাজ থেকে বিরত থাকুন।
বিশেষজ্ঞরা বলছেন, লিঙ্গের মতো অংশটি প্রাথমিক ভাবে ফুল মনে হলেও এটি আদতে ফুল নয়, রূপান্তরিত পাতা। এই অঙ্গটির মাধ্যমেই খাদ্য সংগ্রহ করে উদ্ভিদটি। এই অংশটির মধ্যে এমন কিছু উপাদান থাকে, যা থেকে নির্গত হয় সুগন্ধ। এই সুগন্ধের টানেই পোকা-মাকড় এসে বসে, আর তার পরই ঢাকনার মতো একটি অংশ বন্ধ হয়ে যায়। এর পর এই অঙ্গটির ভেতরে একাধিক তরল ক্ষরিত হয়। তাতে আটকে থাকা পতঙ্গটি হজম হয়ে যায়।
news24bd.tv/আলী