ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে স্বামী গোলাপ নবী (৪৩) ও স্ত্রী রুপা আক্তারের (৩৪) মৃত্যু হয়েছে। এছাড়া সদর উপজেলা ডেফলবাড়ীয়া গ্রামে দুটি মহিষের মৃত্যু ও কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামে একটি ধানক্ষেত পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার সকালে ঘটনাগুলো ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকালে শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামে স্বামী গোলাপ নবী ও স্ত্রী রুপা আক্তার বাড়ির পাশ্ববর্তী বেগুন ক্ষেতে কাজ করছিল।
অপরদিকে একই সময় ডেফলবাড়ী গ্রামের কৃষক গোলাম আলীর প্রায় ছয়লাখ টাকার মূল্যের মহিষ বাড়ির আঙিনা বাঁধা ছিল।
এ ছাড়া কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামের মাঠে এক কৃষকের ১০ কাঠা জমির ধান বজ্রপাতে আগুন লেগে পুড়ে।
অন্যদিকে ঝিনাইদহে কালবৈশাখী ঝড়ে বাড়িঘর ও উঠতি ফসল এবং পাকা বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
news24bd.tv/রিমু