কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের পর্দা উঠছে গত মঙ্গলবার। প্রতিবারের মতো এবারও ফ্রান্সের কান শহরে বসছে এই জমকালো সিনে আয়োজন। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় আসরে ইতোমধ্যেই বিভিন্ন দেশ থেকে হাজির হয়েছেন নির্মাতা, অভিনয়শিল্পী, সাংবাদিক, প্রযোজক, তারকা এবং শুধুমাত্র চলচ্চিত্র ভক্তরা। আমন্ত্রিত অতিথিরা কানের লাল গালিচায় হেঁটে বিশ্বের নজর কাড়েন।
নগ্ন হয়ে উপস্থিত হওয়া ওই তরুণীর নাম পরিচয় পাওয়া না গেলেও, তিনি ইউক্রেনীয় বলে নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, ‘থ্রি থাউজেন্ড ইয়ার্স অব লংগিং’ এর তারকারা যখন লাল গালিচায় হাঁটছিলেন তখন সেখানে হাজির হন ওই তরুণী। সে নিজের শরীরের কাপড় খুলে ফেলেন।
পরবর্তীতে নিরাপত্তাকর্মীরা তাকে সরিয়ে নেন। তবে এই ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে যান উপস্থিত সবাই।
ওই তরুণীর শরীরের ওপরের অংশে লেখা- ‘আমাদের ধর্ষণ করা বন্ধ করো’। বুকে হলুদ আর নীল রঙে ইউক্রেনের পতাকা আঁকা ছিল। তার পায়ে রক্তের রং দেখা যাচ্ছিল।
ভিডিওটি দেখতে ক্লিক করুন।
news24bd.tv/রিমু