আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়িত্ব হচ্ছে শেখ হাসিনার হাতকে শক্তিশালি করা। সংগঠনের শক্তি বৃদ্ধির মাধ্যমে দলকে সুসংগঠিত করতে শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শনিবার দুপুরে ঝালকাঠিতে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এ কথা বলেন।
দেশের উন্নয়ন দেখে স্বাধীনতাবিরোধী অপশক্তি নানাভাবে ষড়যন্ত্র করছে বলে দাবি করেন আমির হোসেন আমু।
এসময় প্রধান বক্তার বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদেরকে বিরোধী দলের অপরাজনীতি দক্ষতার সাথে মোকাবেলা করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, সদস্য গোলাম রাব্বানী চিনু, আনিসুর রহমান।
জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম এর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।
শিল্পকলা একাডেমীর হলরুমে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন স্তরের শতশত নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু তার সদস্য পদ নবায়ন করার মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন।
news24bd.tv/রিমু