কী কারণে গুহায় ঢোকে ওই ১২ কিশোর ফুটবলার

ওই ১২ কিশোর ফুটবলার।

কী কারণে গুহায় ঢোকে ওই ১২ কিশোর ফুটবলার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

থাইল্যান্ডের উত্তরাঞ্চলের থ্যাম লুয়াং গুহায় দু'সপ্তাহ ধরে আটকে থাকা ১২ কিশোর ও তাদের কোচকে উদ্ধার করা হয়েছে। তিন দফায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এ উদ্ধর অভিযান গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। বিশ্ব মিডিয়া ফলাও করে প্রচার করে এ খবর।

গত ২৩ জুন থেকে গুহাটিতে ১২ কিশোর এবং তাদের কোচ আটকা পড়ে। আটকা পড়ার ১০ দিন পর তাদের খোঁজ পাওয়া যায়।

অনেকের মনে প্রশ্ন জেগেছে ২৩ জুন ওই গুহায় কেন প্রবেশ করে ওই ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচ।

স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ওই ১২ কিশোরের কোনো একজনের জন্মদিন উপলক্ষে সারপ্রাইজ পার্টির আয়োজন কারা হয়।

আর এ পার্টি করার জন্য তারা গুহার ভেতরে ঢুকেছিলেন। কিন্তু তারা ঢোকার পরই শুরু হয় প্রবল বৃষ্টি। বৃষ্টির কারণে গুহার ভেতরে পানি ঢুকতে শুরু করলে তারা পালাতে পালাতে গুহার এতোটা গভীরে চলে গেছেন। জন্মদিনের ওই ছেলেটির নাম পীরাপাত সম্পিয়াংজাই। ২৩ জুন তার বয়স হয়েছিল ১৭ বছর। ওই দিনই তারা গুহার ভেতরে ঢুকেছিল। ২৩ জুন থেকেই ওই বাচ্চাদের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।

আরও পুড়ন: গুহায় কী খেয়ে বেঁচে ছিল কিশোররা?

আরও পুড়ন: গুহায় ডুবুরির মৃত্যু হয় যে কারণে

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)