মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত করার আহ্বান

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত করার আহ্বান

সজল দাস

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত করার আহ্বান জানিয়েছেন বায়রা সিন্ডিকেট বিরোধী মহাজোট। শনিবার রাজধানীর একটি হোটেলে গোল টেবিল বৈঠকে এই আহ্বান জানান সংসদ সদস্য, বিশিষ্ট ব্যবসায়ি ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সব পক্ষের অংশগ্রহণে শিগগিরই সম্ভাবনাময় এই শ্রমবাজার খোলার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান আলোচকরা।

সম্ভাবনাময় মালয়েশিয়ার শ্রমবাজার।

যেখানে কর্মরত বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক। দীর্ঘ বিরতির পর আবারো কর্মী পাঠাতে গেল বছরের ১৯ ডিসেম্বর সমঝোতায় আসে দুই দেশ। কিন্তু, সিন্ডিকেট প্রশ্নে থমকে আছে পুরো প্রক্রিয়া।  

শনিবার রাজধানীর একটি হোটেলে মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত করার দাবিতে গোলটেবিল বৈঠকের আয়োজন করে বায়রা সিন্ডিকেট বিরোধী মহাজোট।

আলোচনায় অংশ নিয়ে ব্যবসায়ী ও সুশিল সমাজের প্রতিনিধিরা বলেন, সিন্ডিকেট প্রশ্নে শ্রমবাজারের ক্ষতি করার কোনো সুযোগ নেই।

সমস্যা সমাধানে সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানান বৈঠকের প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

দেশের স্বার্থ বিবেচনায় সবাইকে একমত হওয়ারও আহ্বান জানান তিনি।

news24bd.tv তৌহিদ