পঞ্চগড়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম

পঞ্চগড়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

অনলাইন ডেস্ক

'স্মার্টফোনে আসক্তি, পড়াশোনার ক্ষতি' এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে।  শনিবার সকালে পঞ্চগড় করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনে জেলা প্রশাসনের আয়োজনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী এ বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় মকবুলার রহমান সরকারী কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রাকিবুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল হক প্রমুখ।

বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলায় বসেছে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও বিশেষ গ্রুপের ১৩টি স্টল।

সেখানে শিক্ষার্থীরা তাদের নানা উদ্ভাবনী প্রদর্শন করছেন। এছাড়া থাকছে প্রতিদিন বিজ্ঞানভিত্তিক আলোচনা কুইজ প্রতিযোগিতা।  

news24bd.tv/desk