যেকোনো শর্তে জামিন আবেদন হাজী সেলিমের

ফাইল ছবি

যেকোনো শর্তে জামিন আবেদন হাজী সেলিমের

অনলাইন ডেস্ক

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম দুর্নীতির মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণের আবেদন করে যেকোনো শর্তে জামিনের আবেদন করেছেন। আজ রোববার উচ্চ আদালতের নির্দেশনা মেনে ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারক শহিদুল ইসলামের আদালতে এ আবেদন করেন হাজী সেলিমের আইনজীবী।

তার আইনজীবী জানিয়েছেন, এদিন দুপুর ২টার দিকে আদালতে উপস্থিত হবেন হাজী সেলিম। এরপর এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

এছাড়া উন্নত চিকিৎসা এবং কারাগারে ডিভিশন চেয়ে আদালতে আবেদন করা হয়।

যদিও উচ্চ আদালত বলে দিয়েছেন, রায় নিম্ন আদালতে পৌঁছার এক মাসের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে হবে। আইনে এমন বাধ্যবাধকতা রয়েছে যে, কারাগারে গিয়েই তিনি রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন। এর আগে তিনি আপিল করার সুযোগ পাবেন না।

প্রসঙ্গত, ২০০৭ সালে দুর্নীতির মামলায় ১৩ বছরের কারাদণ্ড হয় হাজী সেলিমের। ৩ বছর সাজা কমে উচ্চ আদালতে এসে তার ১০ বছরের কারাদণ্ড বহাল থাকে। গত ২৫ এপ্রিল উচ্চ আদালতের লিখিত রায় পৌঁছে বিচারিক আদালতে। হাজী সেলিমকে এক মাসের মধ্যে আত্মসমর্পণ করার আদেশ দেন উচ্চ আদালত। যার সময়সীমা শেষ হচ্ছে ২৫ মে।

news24bd.tv/রিমু