কক্সবাজারে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজারে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজারে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার

মাসুদা লাবনী

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অভিযানে এক লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে কক্সবাজার ব্যাটালিয়নের অভিযানে আনুমানিক তিন কোটি টাকা মূল্যমানের এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি'র কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির অধিনস্থ পালংখালী বিওপির একটি চৌকস আভিযানিক টহলদল সীমান্ত পিলার ৩২ হতে আনুমানিক ১ দশমিক ৫ কিলোমিটার পশ্চিম দিকে কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন ৫নং পালংখালী ইউপি’র কাষ্টম মোড় নামক স্থানে অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে গভীর রাতে কতিপয় ইয়াবা পাচারকারী সীমান্ত থেকে পায়ে হেটে বাংলাদেশে আসার সময় বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে টহলদলের উপর গুলিবর্ষণ শুরু করে বলে জানায় বিজিবি।

টহলদল তাদের নিজেদের রক্ষায় চোরাকারবারীদের লক্ষ্য করে পাল্টা ফায়ার করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায় বলে জানায় তারা। এর পর ঘটনাস্থল থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে এক লক্ষ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

news24bd.tv/রিমু