খুলনায় বিস্ফোরক আইনে দুই জঙ্গির ২০ বছরের কারাদণ্ড

সংগৃহীত ছবি

খুলনায় বিস্ফোরক আইনে দুই জঙ্গির ২০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, খুলনা :

খুলনায় জঙ্গি সম্পৃক্ততার মামলায় বিস্ফোরক আইনে জেএমবির দুই সদস্যকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।  

আজ রোববার (২২ মে) খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এই রায় প্রদান করেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ নিউজ টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- নূর মোহাম্মদ অনিক ও মোজাহিদুল ইসলাম রাফি। ২০২০ সালের ২৫ জানুয়ারি রাত থেকে ২৬ জানুয়ারি সকাল পর্যন্ত অভিযানে সোনাডাঙ্গা গল্লামারীর ওই দুই শিক্ষার্থীর ভাড়া বাসা থেকে বিপুল পরিমান ইলেকট্রনিক্স ডিভাইস, গান পাউডার, রিমোর্ট কন্ট্রোল ও জঙ্গি তৎপরতার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় মামলা হয়। পরে জিজ্ঞাসাবাদে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় জেএমবির এই দুই সদস্য।

 

আইনজীবী কাজী সাব্বির আহমেদ নিউজ টোয়েন্টিফোরকে জানান, এ দুই আসামির বিরুদ্ধে আড়ংঘাটা থানায় দূর নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরকসহ আরও দুইটি মামলা বিচারাধীন রয়েছে।

news24bd.tv/কামরুল