'বাংলাদেশ ব্যাংক গভর্নরের পদত্যাগের দাবি'

সংগৃহীত ছবি

'বাংলাদেশ ব্যাংক গভর্নরের পদত্যাগের দাবি'

আলী তালুকদার

বাংলাদেশ ব্যাংক গভর্নরের পদত্যাগের দাবি জানিয়েছেন পিপলস লিজিং এন্ড ফিনান্সিয়ালের ৬ হাজার আমানতকারীদের কাউন্সিল। ভারতে আটক পিকে হালদারকে দেশে ফেরত এনে সংশ্লিষ্ট অভিযুক্তদের দ্রুত বিচারেরব দাবি জানান তারা।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পিপলস লিজিং আমনতকারী কাউন্সিলের প্রধান সমন্বয়কারী ও কনভেনার আতিকুর রহমান এই দাবি করেন।

তিনি বলেন, আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ দাবি করছি।

যে ব্যাংক থেকে দুর্নীতির কারণে জনগণের আমানত দেশের বাহিরে পাচার হয়ে যায়, রিজার্ভ থেকে টাকা লুট হয়ে যায়, আমরা এমন গভর্নরের পদত্যাগ দাবি করছি। উনি গভর্নর হিসেবে ব্যর্থ।

তিনি আরও বলেন, হাইকোর্টে পিপলস লিজিংকে অবসায়ন না করে রিকনষ্ট্রাকশন করে আমনতকারীদের টাকা দ্রুত ফেরতের আদেশ দেন। ৯ মাস অতিবাহিত হওয়ার পরও কেউই টাকা ফেরত পাননি বলে দাবি করেন।

তিনি আরও বলেন, পিকে হালদার বিদেশে টাকা পাচারের পেছনে অনেকেই জড়িত রয়েছে। যাদের অনেকেই এখনও বিচারের আওতায় আনা হয়নি। দ্রুত পিকে হালদারকে দেশে ফেরত এনে বিচার করার দাবি জানান অন্যান্য আমনতকারীরা।  

সংবাদ সম্মেলন শেষে তারা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।

news24bd.tv/রিমু