আত্মসমর্পণের জন্য আদালতে হাজী সেলিম

ফাইল ছবি

আত্মসমর্পণের জন্য আদালতে হাজী সেলিম

অনলাইন ডেস্ক

দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম আদালতে আত্মসমর্পণের জন্য আদালতে এসেছেন।  আজ রোববার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন তিনি।  হাজী সেলিমের আইনজীবী প্রাণনাথ বলেন, হাজী সেলিম আত্মসমর্পণের জন্য আদালতে এসে পৌঁছেছেন।  হাজী সেলিমের আগমন উপলক্ষে ঢাকা এজলাস কক্ষের বাইরে ও আদালতের প্রবেশ মুখে নিরাপত্তা জোরদার করা হয়।

এ সময় আদালতের বাইরে নেতাকর্মীরা ভিড় করেন।

দুপুরের আগেই তিনটি আবেদন করা হয়েছে হাজী সেলিমের পক্ষে। এর একটিতে আপিলের শর্তে জামিন চাওয়া হয়েছে। যদি কারাগারে পাঠানো হয়, তাহলে প্রথম শ্রেণির মর্যাদা চাওয়া হয়েছে দ্বিতীয় আবেদনে।

আর তৃতীয় আবেদনে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০০৭ সালে দুর্নীতির মামলায় ১৩ বছরের কারাদণ্ড হয় হাজী সেলিমের। ৩ বছর সাজা কমে উচ্চ আদালতে এসে তার ১০ বছরের কারাদণ্ড বহাল থাকে। গত ২৫ এপ্রিল উচ্চ আদালতের লিখিত রায় পৌঁছে বিচারিক আদালতে। হাজী সেলিমকে এক মাসের মধ্যে আত্মসমর্পণ করার আদেশ দেন উচ্চ আদালত। যার সময়সীমা শেষ হচ্ছে ২৫ মে।

news24bd.tv/রিমু