পুঁজিবাজারের পতন থামাতে মার্জিন ঋণ বাড়ানোর সিদ্ধান্ত

পুঁজিবাজারের পতন থামাতে মার্জিন ঋণ বাড়ানোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারের পতন থামাতে এবার মার্জিন ঋণের পরিমাণ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি।

রোববার দুপুরে এ সংক্রান্ত্র আদেশে বলা হয়েছে একজন বিনিয়োগকারী তার মূল বিনিয়োগের সমান পরিমাণ মার্জিন ঋণ নিতে পারবে। আর এই ঋণ তিনি যেসব কোম্পানির মূল্য-আয় অনুপাত ৪০ এর মধ্যে রয়েছে সেগুলোতে বিনিয়োগ করতে পারবেন।

এদিকে কোনো সিদ্ধান্তেই পতন থামছে না দেশের দুই পুঁজিবাজারে।

সপ্তাহের প্রথম দিনেও প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইর সাধারণ সূচক কমেছে ১১৫ পয়েন্ট। এ নিয়ে এই সূচক নেমে এসেছে ৬ হাজার ১৪২ পয়েন্টে। এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসইতেও সূচক পতন হয়েছে ২১৭ পয়েন্ট।

news24bd.tv তৌহিদ