ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাজদিয়া বাওড়ে প্রায় ২ কোটি টাকার বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। অক্সিজেন সংকটের কারণে এ মৃত্যুর ঘটনা ঘটতে পারে বলে মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন।
শনিবার ভোরে ঝড়ের পর মাছগুলো মরে ভাসতে শুরু করে। এরপর রোববার মাছ মরার সংখ্যা ব্যাপক আকার ধারণ করে।
এলাকাবাসী জানান, ১ হাজার ৪৪৪ বিঘার জমির উপর কালীগঞ্জ উপজেলার মাজদিয়া বাওড়টি। শনিবার ১০মিনিটের কালবৈশাখী ঝড়ে বাওড়ের পানির স্রোত একদিকে চলে যায়। এতে মাছগুলো ফিরে আসার সময় কাঁদার মধ্যে চলে যায়। এরপর অল্প অল্প মাছ মরতে শুরু করে। মরা মাছগুলো ভেসে তীরে আসে। রোববার সকালে বাওড়ের দুই পাশে হাজার হাজার মণ মাছ মরে ভেসে আসে।
কালীগঞ্জ উপজেলা মৎস্য অফিসের সিনিয়র মৎস্য কর্মকর্তা হাজাস সাজ্জাদ জানান, এ খবর শুনে বাওড় পরিদর্শন করা হয়েছে। তবে অক্সিজেন সংকটের কারণেই মাছগুলো মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
news24bd.tv তৌহিদ