কুষ্টিয়ায় হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

জাহিদুজ্জামান, কুষ্টিয়া

কুষ্টিয়ায় অপহরণের পর মাছ ব্যবসায়ী শহিদুল হত্যার আলোচিত মামলায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বেলা ৩টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। আদালতের পিপি অ্যাডভোকেট অনুপ কামর নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন- যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- সদর উপজেলার দহকুলা-নওয়াপাড়া গ্রামের শহিদুল ইসলাম ওরফে শহিদ মেম্বার, মো. চান্নু ও বাক্কার ওরফে বক্কর।

আদালত তাদের আরো ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দিয়েছেন। এ মামলায় আরো ৩ আসামিকে খালাস দিয়েছেন আদালত।

মামলার এজাহারে মাছ ব্যবসায়ী নিহত শহিদুলের স্ত্রী মর্জিনা খাতুন উল্লেখ করেন- ২০০৬ সালে দহকুলা এলাকায় সন্ত্রাসী সাদ্দাম বাহিনীর দৌরাত্য ছিলো। তার স্বামী শহিদুল পুলিশকে তাদের সম্পর্কে তথ্য দিয়েছে এই সন্দেহে আসামিরা ওই বছরের ৭ ডিসেম্বর তাকে অপহরণ করে নিয়ে যায়।

পরে তার কোন সন্ধান পাওয়া যায়নি।

news24bd.tv তৌহিদ