জেলেনস্কির সঙ্গে পুতিনের বৈঠক নিয়ে যা বললেন পেসকভ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে প্রেসিডেন্ট পুতিনের সাক্ষাতের বিষয়টি একেবারে নাকচ করেনি রাশিয়া। বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই মন্তব্য করেন।

ক্রেমলিনের মুখপাত্র বলেন, এ ধরনের বৈঠকের জন্য অগ্রিম প্রস্তুতি প্রয়োজন। দিমিত্রি পেসকভ বলেন, অনেক আগেই ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা থেমে গেছে যা এখনো শুরু হয়নি।

পেসকভ আরও বলেন, ইউক্রেনের রুশ দখলকৃত খেরসন, জাপোরিঝিয়া এবং দোনবাস অঞ্চলের বাসিন্দাদের নিজেদের ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে হবে। এসব অঞ্চলের মানুষ ‘সর্বোত্তম সিদ্ধান্ত’ নেবে ক্রেমলিনের তাতে সন্দেহ নেই।

ইউক্রেন পূর্বে বলেছে, রাশিয়া তাদের কোনো অঞ্চলকে অন্তর্ভুক্তিকরণ করলে শান্তি আলোচনা সেখানেই শেষ হবে।

news24bd.tv/কামরুল