এক নজরে সীতাকুণ্ডে বিস্ফোরণের কিছু চিত্র

শনিবার রাত সাড়ে ৯ টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনারে ডিপোতে আগুনের সূত্রপাত ঘটে। জানা গেছে, প্রথমে একটি কনটেইনারে আগুন লাগে। পরে আরও কয়েকটি কনটেইনারে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এরপরই ঘটে ভয়াবহ বিস্ফোরণ।  শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

আসুন এক নজরে দেখে নেই কিছু দৃশ্য...

নিহতদের উদ্ধার করে নিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

 

ভয়াবহ অগ্নিকাণ্ডে বিস্ফোরিত কনটেইনার ডিপো।

 

  আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস, সেনা বাহিনী ও বিভিন্ন সংগঠন।

 

কনটেইনার ডিপোতে বিস্ফোরণস্থলে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস।

 

অগ্নিকাণ্ডে দগ্ধদের স্বজন।

 

 

লাশ নিয়ে রেড ক্রিসেন্টের সদস্যরা।

 

অগ্নিকাণ্ডে আটকে পড়াদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে।

 

  

অগ্নিকাণ্ডে নিহতদের অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে।

 

সহকর্মীদের হারিয়ে কাঁদছেন ফায়ার ফাইটার সোহেল।

 

স্যাটেলােইট ভিউ থেকে পাওয়া বর্তমানে ওই এলাকার হিটম্যাপ।

news24bd.tv/রিমু