‘ইসরাইলের আয়রন ডোম কাজ করে না’

ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ আবারও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে স্বীকার করেছে দেশটি।

ইসরাইলি সেনাবাহিনী রোববার এ স্বীকারোক্তি দেয়।

বলা হয়, গতকাল ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা ইহুদিবাদী উপশহর লক্ষ্য করে ১৭৪টি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে মাত্র ৩০টি রকেট ও ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে সক্ষম হয়েছে ‘আয়রন ডোম’।

গাজা থেকে নিক্ষিপ্ত রকেট ও ক্ষেপণাস্ত্রগুলোর অধিকাংশই গাজা সীমান্তের কাছে ইহুদিবাদী উপশহরগুলোতে আঘাত হেনেছে। ইসরাইলি মিডিয়া ক্ষয়ক্ষতির খবর সেন্সর করলেও সিদরুত উপশহরে তিন ইসরাইলি সেনা আহত হওয়ার খবর ফাঁস হয়ে গেছে। ইসরাইলি সেনাবাহিনীও পরবর্তীতে এ খবরের সত্যতা স্বীকার করেছে।

গাজায় হামলার ব্যাপারে বর্ণবাদী ইসরাইল আরও বলেছে, তারা গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসসহ বিভিন্ন প্রতিরোধ সংগঠনের ৪০টিরও বেশি অবস্থানে হামলা চালিয়েছে।

আরও পড়ুন: সিরিয়ার পাল্টা হামলা, ব্যর্থ ইসরাইলের ‘আয়রন ডোম’

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় গতকালের ইসরাইলি হামলায় অন্তত দুই ফিলিস্তিনি শহীদ ও ২৫ জন আহত হয়েছে। এর আগে গত শুক্রবার গাজায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় ইসরাইলি বাহিনী। ওই হামলাতে শহীদ হন ১৫ ও ১৮ বছর বয়সী দুই ফিলিস্তিনি তরুণ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)