যশোরে বাওড় দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

যশোরের চৌগাছা উপজেলার বেড়গোবিন্দপুর বাওড় ব্যবস্থাপকের (ম্যানেজার) বিরুদ্ধে প্রকৃত মৎস্যজীবীদের বঞ্চিত করে ১১প্রভাবশালীকে সরকারি বাওড় ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। প্রভাবশালী মহল মৎস্যজীবীদের পানিতে নামতে দিচ্ছে না। এতে মানবেতর জীবনযাপন করছে তারা। ভুক্তভোগী কার্ডধারী মৎস্যজীবীরা মঙ্গলবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় বেড়গোবিন্দপুর ২১৭ হেক্টর আয়তন বিশিষ্ট সরকারি বাওড়টি গোপনে স্থানীয় ১১ প্রভাবশালীর কাছে ইজারা দিয়েছেন ম্যানেজার ইমদাদ হোসেন। গত ১০/১২ দিনে বাওড় থেকে গোপনে ৭ থেকে ৮ লাখ টাকার মাছ ধরে বিক্রি করা হয়েছে। প্রকৃত মৎস্য চাষীদের বাদ দিয়ে অন্যদের মাধ্যমে মাছ ধরা হচ্ছে। বংশ পরম্পরায় মৎস্যজীবীদের এখন বাওড়েই নামতে দেওয়া হচ্ছে না।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে শতাধিক মৎস্যজীবী উপস্থিত ছিলেন।