প্রথমবার পদ্মা সেতু পার হলো যে বাস

পদ্মা সেতুর উদ্বোধনী দিনে প্রথমবারের মতো সেতু পার হলো গ্রিন লাইন পরিবহনের ১০টি বাস। সাধারণত বাসগুলো ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে চলাচল করে। এর আগে শনিবার দুপুর ১২টায় পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন ঘোষণা করে নিজ হাতে টোল দিয়ে সেতু পার হয়েছেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে আয়ের খাতা খুলেছে পদ্মা সেতু। প্রধানমন্ত্রী পার হওয়ার পর পরই সেতুতে মানুষের ঢল নামে।

প্রথম সেতু পারাপারের বিষয়ে গ্রিন লাইন পরিবহনের ব্যবস্থাপক রাকিবুল হক গণমাধ্যমকে বলেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে তাদের ১০টি বাস গেছে। এই বাসগুলো প্রথম পদ্মা সেতু পার হয়েছে। এসব বাসে বিভিন্ন মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা গেছেন।

news24bd.tv/রিমু