সরঞ্জাম ছাড়া নাট-বল্টু খোলা সম্ভব নয় : সিআইডি

সরঞ্জাম ছাড়া শুধুমাত্র হাত দিয়েই পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু কোনো খোলা সম্ভব নয় বলে দাবি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পদ্মা সেতুর নাট কোনো যন্ত্র দিয়ে আলগা করে, পরে খালি হাত দিয়ে নাট খোলার টিকটক ভিডিও বানানো হয়েছে বলে ধারণা করছে সিআইডি)

আজ সোমবার দুপুরে সংস্থাটির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই বলেন তারা।

এই ঘটনায় বায়েজিদ তালহা নামের একজনকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রের সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ন করায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে সিআইডি।

সিআইডি জানায়, তালহাসহ ২ জন নামীয় ও অজ্ঞাতনামা কয়েক জনের বিরুদ্ধে পদ্মা সেতু দক্ষিণ থানায় মামলা করা হয়েছে। ঢাকার শান্তিনগর এলাকা থেকে তালহাকে গ্রেপ্তার করা হয়েছে।

সিআইডি বলছে, পরিকল্পনা মাফিক তালহা এই কাজটি করে থাকতে পারে। তদন্তে সব পরিষ্কার হওয়া যাবে বলেও সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়।

news24bd.tv/রিমু