ওদেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ২১

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে শুরু হয় এই অভিযান। চলমান যুদ্ধে ইউক্রেনে আক্রমণের পরিধি বাড়িয়েছে রাশিয়া এবং এর মিত্র সশস্ত্র বাহিনী। দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর ওদেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত হয়েছেন কমপক্ষে ২১ জন। আহত হয়েছেন আরো ৩৮ জন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওদেসায় দুই দফায় হামলা চালায় মস্কো। প্রথমে একটি ৯তলা আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে ১৬ জন প্রাণ হারান। পরে একটি হলিডে রিসোর্টে হামলা হয়। সেখানে নিহত হন ৫ জন।

এই হামলার জন্য রাশিয়াকে দায়ী করে নিন্দা জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এদিকে, ওডেসা হামলায় পুতিনকে অবশ্যই জবাবদিহি করতে হবে জানিয়েছে জার্মানি। বেসামরিক নাগরিকদের ওপর হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অ্যাখায়িত করেছে ওলাফ শলজের সরকার।

প্রায় চার মাসের বেশি সময় ধরে চলা সামরিক অভিযানে রাশিয়ার ছোঁড়া বোমা আর রকেটে কেঁপে উঠছে ইউক্রেনের বিভিন্ন শহর। এরইমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনে প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। শরণার্থী হয়েছেন লাখ লাখ মানুষ।

news24bd.tv/রিমু