ঈদযাত্রার দ্বিতীয় দিনেও ট্রেনের শিডিউল বিপর্যয়

ঈদযাত্রার দ্বিতীয় দিনেও সূচি মেনে চলতে পারছে না বেশিরভাগ ট্রেন। আজ বুধবার সকাল থেকে বিলম্বে ছেড়ে গেছে সুন্দরবন এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন। যার ফলে পরিবার নিয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে ভোগান্তি ও নানা অব্যস্থাপনা সত্ত্বেও বাড়ি যেতে পেরে খুশি তারা।

এদিন মোট ৩৭টি ট্রেন কমলাপুর থেকে ছেড়ে যাচ্ছে। তবে দিনের শুরুতে সুন্দরবন এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন দেরিতে ছেড়ে যায়। ভোগাান্তিতে পড়েন যাত্রীরা। যাত্রীদের মধ্যে দেরি নিয়ে অভিযোগ থাকলেও, বাড়ি ফিরতে পেরে খুশি তারা।

কমলাপুর স্টেশন ম্যানেজার বলছেন, বিভিন্ন গন্তব্য থেকে ট্রেন আসতে দেরি হচ্ছে। বিড়ম্বনা এড়াতে রাজধানীতে আসা ট্রেনগুলো জয়দেবপুর ও বিমানবন্দরে বিরতি দেয়া হচ্ছে না বলেও জানান স্টেশন ম্যানেজার।

ঈদযাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় যেন না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

news24bd.tv/রিমু