নারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, প্রেমিকসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে নাঈম (১৯), যুবরাজ (১৯), দিপু (২০) ও পিয়াস (২০) নামে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

গত ২৯ জুন রাত সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের গোদনাইল তাতখানা সৈয়দপুর এলাকার রোহানের ২য় তলা বাড়ির ছাদের এ ঘটনা ঘটে।

ওসি মশিউর রহমান জানান, গত ২৯ জুন ঘটনার পর গতকাল বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় এ বিষয়ে একটি অভিযোগ করলে রাতেই পুলিশ অভিযুক্ত চারজনকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে। ধর্ষণের শিকার মেয়ের সাথে  নাঈমের প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। এরই সূত্র ধরে তাকে সংবদ্ধভাবে ধর্ষণ করে অভিযুক্তরা।

news24bd.tv তৌহিদ