চবির ফটকে তালা ঝুলিয়ে ছাত্রলীগের অবরোধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবরোধ করেছেন ছাত্রলীগের একাংশ। এতে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস–পরীক্ষা; চলছে না যানবাহনও। শাটল ট্রেনও বন্ধ রয়েছে। অভিযোগ উঠেছে, ট্রেনের চালককে অপহরণেরও।

ফের বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মূল ফটকে তালা ঝুলিয়ে...টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ছাত্রলীগের।

রোববার রাতে দীর্ঘ তিন বছর পর শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এরপরই বিক্ষোভে নামেন পদবঞ্চিতরা। রাত থেকেই শুরু হয় ভাঙচুর, মারধর ও অবরোধ। সোমবার সকাল থেকেও মূল ফটকে অবস্থান নেন নেতা-কর্মীরা। তাদের অভিযোগ, শাখা কমিটিতে পদ পাওয়া নেতাদের নিয়ে বিতর্ক রয়েছে। তাই নতুন কমিটি গঠনের দাবি, আন্দোলনকারীদের।  

নেতাকর্মীরা জানান, যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি আদায় না হবে অনির্দিষ্টকালের জন্য তাদের এই অবরোধ চলবে।

অবরোধের কারণে ক্যাম্পাসে অচলাবস্থা বিরাজ করছে। বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস–পরীক্ষা; চলছে না যানবাহনও। বন্ধ শাটল ট্রেনও।

২০১৯ সালের ১৪ জুলাই রেজাউল হক রুবেলকে সভাপতি ও ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করে চবি শাখা ছাত্রলীগের দুই সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

news24bd.tv/তৌহিদ