৬ মাসের সাজা থেকে বাঁচতে ৮ বছর পলাতক, অতঃপর ধরা 

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে কফিল উদ্দিনের ৮ বছর আগে মাদক মামলায় ৬ মাসের কারাদণ্ড হয়েছিল। কিন্তু ৬ মাসের এই সাজা থেকে বাঁচতে দীর্ঘ ৮ বছর ধরে পলাতক ছিলেন তিনি। অবশেষে শেষ রক্ষা হলো না তার।

হোসেনপুর উপজেলার আশুতিয়াবাজার এলাকায় বুধবার (৩ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু এ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় আসামিকে গ্রেপ্তার করতে সহায়তা করেন এসআই শরীফুল ইসলাম ও এএসআই মিজানুর রহমান।

পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু জানান, একটি মাদক মামলায় কফিল উদ্দিনের ৬ মাস সাজা হয়েছিল। কিন্তু তিনি ৮ বছর ধরে সাজা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। বুধবার দুপুরে অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম জানান, সাজাপ্রাপ্ত পলাতক আসামি কফিল উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলছে।

news24bd.tv/কামরুল