রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত 

রাজধানীতে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মো. সুমন (৩৮)। এ ঘটনায় রকি (৩২) নামে আরেকজন আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে হাইকোর্টের সামনে ঈদগাহ মাঠের ফুটপাতে এই ঘটনা ঘটে।

আহত রকি বলেন, ‘সুমনের কাছে এক যুবক মাদক সেবনের জন্য টাকা চায়।

টাকা দিতে না চাইলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে ওই যুবক ছুরি দিয়ে সুমনের গলায় আঘাত করে। আমি বাধা দিলে আমার পিঠে ছুরি মেরে সে পালিয়ে যায়। ওই যুবককে আমি দেখলে চিনব। ’

ঘটনার সত্যাতা নিশ্চিত করে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম বলেন, ‘বিকেল সোয়া ৫টার দিকে ওই দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

রকি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে জানতে পেরেছি, তারা সবাই মাদকসেবী। মাদক সেবনের জন্য টাকা চাওয়া নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে বলে জানান এসআই মাইনুল।

news24bd.tv তৌহিদ