শপথ নিলেন কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্র

সাবেক গেরিলাযোদ্ধা গুস্তাভো পেত্র কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার কলম্বিয়ার রাজধানী বোগোতার বলিভার প্লাজায় শপথ নেন তিনি। এর আগে তিনি দেশের সিনেটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পেত্র শপথ গ্রহণের পর এক ভাষণে জাতীয় ঐক্য গড়ে তোলার পাশাপাশি বৈষম্য ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। বলেন, যেসব চ্যালেঞ্জ-পরীক্ষা রয়েছে, তা মোকাবিলায় ঐক্য দরকার।

শপথ গহণ অনুষ্ঠানে স্প্যানিশ রাজা ফেলিপ ষষ্ঠ ও লাতিন আমেরিকা অঞ্চলের অন্তত নয়টি দেশের প্রেসিডেন্ট উপস্থিতি ছিলেন। প্রায় এক লাখ আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে শপথ নেন সাবেক এই গেরিলাযোদ্ধা।

গত ২৯ মে কলম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হয়। নির্বাচনে পেত্র জয়ী হলেও প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পেতে ব্যর্থ হন। এ কারণে গত ১৯ জুন দেশটিতে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন হয়। এই দফায় ৫০ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হন তিনি।

৬২ বছর বয়সী পেত্র ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) সঙ্গে শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করার অঙ্গীকার করেছেন। ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর সাবেক সদস্যদের ক্ষেত্রে ২০১৬ সালে হওয়া শান্তিচুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। সূত্র : আল-জাজিরা

news24bd.tv/রিমু