ইউক্রেনকে 'এ্যন্টি রাডার, ক্ষেপণাস্ত্র দেয়ার কথা স্বীকার করলো যুক্তরাষ্ট্র

রাশিয়ার রাডার সিস্টেমকে আঘাত করতে ইউক্রেনকে ‘এ্যন্টি রাডার’ ক্ষেপণাস্ত্র পাঠিয়েছিলো যুক্তরাষ্ট্র। সোমবার প্রথমবারের মতো বিশেষ এই ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা স্বীকার করলো দেশটি। খবর  সিএনএন।  

যদিও ইউক্রেন এখনো এই অস্ত্র গ্রহণ বা ব্যবহার করার কথা স্বীকার করেনি।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, দেশটি কিছুসংখ্যক  'এ্যন্টি রাডার'  ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে তবে কতগুলো বা কি ধরনের ক্ষেপণাস্ত্র তা নির্দিষ্ট করে জানায়নি দেশটি। এমনকি ক্ষেপণাস্ত্রগুলো কখন পাঠানো হয়েছে তাও স্পষ্ট করে জানানো হয়নি।

তবে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, পাঠানো ক্ষেপণাস্ত্রগুলো হল AGM-88 High-Speed Anti-Radiation Missile (HARM)।

ইউএস এয়ার ফোর্সের মতে, ইউক্রেনকে সরবরাহ করা এই ক্ষেপণাস্ত্রের পরিসীমা ৩০ মাইলেরও বেশি।  যা ইউক্রেনকে দেয়া দূরপাল্লার অস্ত্রগুলোর মধ্যে অন্যতম। ক্ষেপণাস্ত্রগুলি রাশিয়ান বিমান বিধ্বংসী রাডার সিস্টেমগুলিকে ধ্বংস করতে সক্ষম। এটি রাশিয়ার কাউন্টার-ব্যাটারি রাডারগুলিকেও আঘাত করতে পারে।

news24bd.tv/আজিজ